আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধান শিক্ষককে লাঞ্ছনা : শাস্তি না হলে ঝুলবে তালা

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ শহরের নলুয়া এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লাঞ্ছনার প্রতিবাদে অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। অনথ্যায় জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা।

২ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় শহরের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নারায়ণগঞ্জ সদর প্রাথমিক শিক্ষা পরিবার ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। মানববন্ধন শেষে তারা শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জামা দেয়।

লাঞ্ছনার শিকার সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু নাইম মো. নাসিমুল ফেরদৌস চৌধুরী। তিনি বলেন, ‘৫ম শ্রেনির ছাত্রী জামিয়া স্কুলে সব থেকে দুর্বল শিক্ষার্থী। গত দুইটি পরীক্ষায় কয়েক বিষয়ে অকৃতকার্য হয়েছে। এছাড়াও নিয়মিত স্কুলে না আসায় বুধবার সকালে তার বাবা-মাকে নিয়ে স্কুলে আসার জন্য বলি। পরে দুপুরে তারা বাবা মামুন ও চাচা জুয়েল এসে আমাকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালাগালি দেয়। পরে স্কুল থেকে বিতারিত ও হত্যার হুমকি দেয়।’

তিনি আরো বলেন, ‘আমি গত এপ্রিলে স্কুলে যোগদান করেছি। তাই সবাইকে চিনি না। এমন খারাপ মানুষ জানলে আমি তাদের স্কুলে নিয়ে আসতে বলতাম না। আমি এর বিচার চাই।’

জালকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা সুলতানা নীলা বলেন, ‘শিক্ষকেরা বাংলাদেশ গড়ার কারিগরদের তৈরি করে। কিন্তু আজ একের পর এক শিক্ষককে নির্যাতন, হামলা ও লাঞ্ছিত করা হচ্ছে। শিক্ষক সমাজ আজ নিরাপত্তাহীনতায়। অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলন করা হবে।’

বাংলাদেশ সহকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খন্দকার আহজারুল ইসলাম বলেন, ‘শিক্ষক লাঞ্ছনার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একের পর এক শিক্ষকের হামলা হবে শিক্ষকেরা ঘরে বসে থাকবে না। অবিলম্বে ব্যবস্থা না নিলে স্কুলে স্কুলে তালা ঝুলবে।’

৩৫নং আমলাপাড়া আইইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুছ চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সহকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. আবদুর রব লাবু, ১৬নং বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, ৩০নং শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন আহমেদ, ৩৯নং আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুন, ৩৪নং গলাচিপা ডিএনরোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুভাশিষ রায় প্রমুখ।

এছাড়াও বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ ও সদর উপজেলার বিভিন্ন স্কুলের সহাকরী শিক্ষক, প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।