আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করা হবে : বস্ত্র ও পাট মন্ত্রী

নবকুমার:

নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, দীর্ঘ ৪৭ বছর পর নারায়ণগঞ্জ বাসী আওয়ামীলীগ সরকারের মন্ত্রী পেয়েছে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে নির্দেশ দেবে তা অক্ষরে অক্ষরে পালন করা হবে।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের মহা বিজয় উদযাপন অনুষ্ঠানে এসে মন্ত্রী এসব কথা বলেন।

গোলাম দস্তগীর গাজী বলেন, বঙ্গবন্ধু সাম্য প্রতিষ্ঠায় আজীবন লড়াই করে গেছে। দুর্নীতিকে কঠোর হাতে দমন করেছে। পিতার পদাঙ্ক অনুসরণ করে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি সন্ত্রাস মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কোন দুর্নীতিবাজ মাদক সন্ত্রাসীর স্থান বাংলার মাটিতে হবে না।

তিনি বলেন, বস্ত্র ও পাট শিল্পের উন্নতির জন্য প্রধানমন্ত্রীর নিদেশ মেনে কাজ করা হবে। বিএনপি জামায়াত পাট শিল্প কে ধ্বংস করে দিয়ে গেছে। পাটের হারানো গৌরব ফেরাতে আমরা কাজ করে যাচ্ছি।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগের বিজয়ের আনন্দে উদ্ভাসিত গোটা জাতি। ষড়যন্ত্রকারীরা আর মাথাচারা দিয়ে উঠতে পারবে না।

মন্ত্রী সভায় স্থান দেয়ায় নারায়ণগঞ্জ বাসির পক্ষ থেকে প্রধানমন্ত্রী কে ধন্যবাদ জানান
গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।