নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সোনারগাঁয়ে আনন্দ মিছিল। সকাল ১১ টায় সোনারগাঁ ডিগ্রি কলেজ ছাত্রলীগ এর উদ্যোগে আনন্দ মিছিলটি বের করা হয়।
আনন্দ মিছিলটি কলেজ প্রাঙ্গন থেকে বের হয়ে মোগড়াপাড়া চৌরাস্তা ঘুরে পূণরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।
মিছিল শেষে কলেজ ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের ফলেই আজ আমরা উন্নয়শীল থেকে মধ্যম আয়ের দেশে পৌছতে পেরেছি। তিনি ক্ষমতায় আছেন বলেই জনগণ তাদের দাবি গুলো উপস্থাপন করতে পারছে এবং জনগণের সকল দাবি মেনে নিয়ে সেগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বঙ্গবন্ধুর খুনি, যুদ্ধাপরাধীদের বিচার এবং পিলখানা হত্যার বিচার হয়েছে এবং হচ্ছে। এমন অনেক ন্যায় বিচারের নজির আমরা দেখেছি। তারই ধারাবাহিকতায় আজ তিনি শিক্ষার্থীদের দাবিও মেনে নিয়েছেন। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করছেন বলেই আজ তিনি সারা বিশ্বে মাদার অফ হিউম্যানিটি উপাধি পেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান, কলেজ ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শুভ, সোনারগাঁ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খাইরুল ইসলাম বিজয়, জনি, শাকিল, আরমান, পারভেজ, মোঃ আলী, লুবনা, জান্নাত, সাথি, মরিয়ম সহ কয়েকশতাধীক শিক্ষার্থী ও কলেজের শিক্ষকবৃন্দ।