বর্তমানে ডাক্তারের সংখ্যা রোগীর তুলনায় অনেক বেশি হয়ে গেছে বলে মন্তব্য করছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রেজাউল বারী। ইশারা ভাষা সকলের অধিকার প্রতিপাদ্য বিষয় নিয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, জনসাধারণকে জনসম্পদে পরিণত করতে হবে। প্রতিবন্ধীদের গুরুত্ব দিয়ে তাদের সেবা দিতে হবে। প্রতিবন্ধীরা সমাজের বাইরের কেউ নয়, তারা কারো ভাই, কারো বোন, কারো বাবা, মা। অনেকে তাদের অবহেলা করে থাকে এটা ঠিক নয়, তাদের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য রয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত আলোচনা সভায় সিনিয়র প্রবেশন অফিসার ফারজানা আক্তারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, ভারপ্রাপ্ত উপ-পরিচালক শহীদুল ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালায়ের মেডিকেল অফিসার ডাঃ আরিফ হোসেন, প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি শামছুজ্জামান ভাসানী, মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া ও প্রতিবন্ধীদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ ইয়াছিন মিয়া এবং মোঃ ইউসুফ।
আলোচনা সভার পূর্বে ইশারা ভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে সচেতনতা মুলক একটি র্যালী বের হয়।