নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন বলেছেন প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎকারী নিজেই একজন প্রতিবন্ধী। ৬ জুন শুক্রবার পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে রূপগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন যারা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অর্থ আত্মসাৎ করে। যারা প্রতিবন্ধীদের সহায়তা করে না, তারাই মানুষিক প্রতিবন্ধী। কারণ একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কোনোভাবেই প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎ করতে পারেনা। এসময় তিনি সবার উদ্দেশ্য অনুপ্রেরণা হিসেবে স্টিফেন হকিংয়ের জীবন গল্প তুলে ধরেন এবং সকলকে আত্মনির্ভরশীল হতে আহ্বায়ন জানান।
রূপগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট জহিরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জিয়া মেমোরিবোল ফাউন্ডেশন ও আলিফ লাম মীম ট্রেনিং সেন্টারের সংগঠক জিজান মোল্লা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মুড়াপাড়া ইউনিয়নের আহ্বায়ক সজিব মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতা রাফি আহমেদ উৎস, একতা ব্লাড ও সমাজ কল্যাণ সংস্থার সভাপতি গোলাম শহিদুল ইসলামসহ আরো অনেকে।
পরে রূপগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের চার শতাধিক দুঃস্থ প্রতিবন্ধীদের ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, তেল, পিয়াজ ও পোলার চাউল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোলাম ফারুক খোকনসহ অতিথিবৃন্দরা।