আজ শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে ডিজিটাল পৌরসভায় এনালগ চুরি!

ঝিনাইদহ ডিজিটাল পৌরসভায় এনালগ চুরি!

পৌরসভায়
ঝিনাইদহ প্রতিনিধিঃ
একজন নাইটগার্ড ও ১০টি সিসি ক্যামেরা থাকার পরও ঝিনাইদহ পৌরসভায় দুধর্ষ চুরি সংঘটিত হয়েছে। একজন চোর একে একে ৭টি ঘরের তালা ভেঙ্গে দুই লাখ ৯৪ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে শনিবার ভোরে পৌরসভার সচিব আজমল হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান পৌর ভবনে এসে দেখতে পান অফিসের ৭টি কক্ষ তছনছ করা। সিসি ক্যামেরা পর্যবেক্ষন করে দেখা যায় শুক্রবার রাত ২টা ৫ মিনিটে মুখোশ পরিরিহিত একজন চোর ঝিনাইদহ পৌরসভায় প্রবেশ করে। এ সময় চোরটি পৌরসভার ৭টি কক্ষের তালা ভেঙ্গে ড্রয়ারে রক্ষিত নগদ দুই লাখ ৯৪ হাজার টাকা নিয়ে যায়। ঝিনাইদহ পৌরসভার সচিব আজমল হোসেন জানান, চুরি হওয়া টাকার মধ্যে কিছু কর্মচারীদের ব্যক্তিগত ও বাকী টাকা পৌরসভার বিভিন্ন ফান্ডের। এ বিষয়ে ঝিনাইদহ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামান ঝিনাইদহ সদর থানায় একটি এজাহার দায়ের করেছেন বলে জানান সচিব আজমল হোসেন। উল্লেখ্য, ১০ মাস আগে সার্ভেয়ার রুমের পেছন থেকে ভেঙ্গে এক বার চুরি সংঘটিত হয়েছিলো।

স্পন্সরেড আর্টিকেলঃ