আজ বৃহস্পতিবার, ২৫শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পেছালো ফখরুলদের অভিযোগ গঠনের শুনানি

অনলাইন ডেস্ক:

নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রবিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর বিশেষ ট্রাইবুনাল-৫ এর বিচারক ফাতেমা ফেরদৌস এই আদেশ দেন।

রাজধানীর পল্টন থানায় দায়ের করা এ মামলার শুনানির জন্য সকালে ফখরুলসহ অপর আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ৬ জানুয়ারি রাজধানীর পল্টনে নির্বাচন পরবর্তী সংঘাত, ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ ৩৯ জনের বিরুদ্ধে করা হয়। পল্টন থানার উপপরিদর্শক শরিফ মামলাটি দায়ের করেন।