আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজধানীতে খালেদা গাড়িবহর ঘিরে পুলিশ-বিএনপি সংঘর্ষ

পুলিশ-বিএনপি সংঘর্ষ

রাজধানীতে খালেদা গাড়িবহর ঘিরে পুলিশ-বিএনপি সংঘর্ষপুলিশ-বিএনপি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক:

কড়া নিরাপত্তার মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় শুনতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতের পথে দলের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ একপর্যায়ে টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে এবং ঘটনাস্থল থেকে অনেককে আটক করতে দেখা গেছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে সাবেক প্রধানমন্ত্রী তাঁর গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন বলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শামসুদ্দীন দিদার এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

খালেদা জিয়ার গাড়িবহর কড়া নিরাপত্তার মধ্যে গুলশান-১, বনানী, তেজগাঁও হয়ে মগবাজার এলাকা আসে। এ রাস্তায় খালেদা জিয়ার গাড়িবহর চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ছিল। কিন্তু তেজগাঁও এলাকা অতিক্রম করার সময় রাস্তার পাশ থেকে শত শত নেতাকর্মী সেখানে যুক্ত হন। এ সময় রাস্তার পাশেও অনেকে দাঁড়িয়ে ছিলেন।

কড়া নিরাপত্তার মধ্যে নেতাকর্মীদের আটকানো যায়নি। গাড়িবহর সাতরাস্তা মোড় পেরিয়ে এফডিসি মোড়ে পৌঁছালে প্রথমে কিছু নেতাকর্মী গাড়িবহর ঘিরে ধরে। পরে মগবাজার এলাকায় গেলে আরো বেশি সংখ্যাক নেতাকর্মী বহরে যোগ দেয়। নেতাকর্মীরা মোটরসাইকেলের বহর নিয়ে সেখানে যুক্ত হন। তাঁরা খালেদা জিয়ার নামে স্লোগান দিয়ে এগোতে থাকেন। সেখানে বিএনপির ঢাকা দক্ষিণের সভাপতি হাবিব-উন-খান সোহেলকে দেখা গেছে। বিএনপির অভিযোগ ছিল, আইনশৃঙ্খলা বাহিনী তাঁকে আটক করেছে। যদিও ডিএমপির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়।

নেতাকর্মীদের ভিড়ের কারণে খালেদা জিয়ার বহরের গড়ি কমে যায়। ধীরে ধীরে তা সামনে এগোতে থাকে। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গাড়ি থেকে খালেদা জিয়ার গাড়ি একটু দূরে সরে যায়। কিন্তু মগবাজার হলি ফ্যামিলির সামনে দিয়ে গাড়িবহর যাওয়ার সময় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

একপর্যায়ে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। তখন পুলিশও পাল্টা টিয়ার শেল নিক্ষেপ করে নেতাকর্মীদের ছাত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় পুলিশকে কয়েকজনকে আটক করতে দেখা গেছে। এর মধ্যেই খালেদা জিয়ার গাড়িবহর সামনের দিকে এগিয়ে যায়।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে এ মামলার অপর দুই আসামি ব্যবসায়ী সলিমুল হক কামাল ও শরফুদ্দিন আহমেদকে আদালতে আনা হয়। এ মামলায় মোট আসামি ছয়জন। তার মধ্যে তিনজন পলাতক।

সূত্র জানিয়েছে, সকাল থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার ভেতরে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সকাল সাড়ে ৯টার দিকে তাঁর আইনজীবী ও দলের যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন ভেতরে প্রবেশ করেন। এর পর সেখানে যান খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার, তাঁর স্ত্রী, মরহুম সাঈদ এস্কান্দারের স্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ কয়েকজন আত্মীয়স্বজন।

এদিকে, রায় ঘোষণাকে কেন্দ্র করে শহরজুড়ে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। মোতায়েন রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য।

সর্বশেষ সংবাদ