আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ গ্রেফতার ৫৪

পাবনা জেলা বিএনপির

পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ গ্রেফতার ৫৪পাবনা জেলা বিএনপির

নবকুমার:

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতাসহ ৫৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় পাবনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতাসহ ৫৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে এসব নেতাকর্মীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

তিনি জানান, গ্রেফতারকৃতদের অনেকেই বিভিন্ন মামলার পলাতক আসামি। এছাড়া নাশকতা সৃষ্টির আশঙ্কায় চলমান অভিযানে সন্দেহভাজন বেশকিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত অন্যান্য নেতাকর্মীর মধ্যে রয়েছেন, পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনোয়ার শামীম,

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মনোয়ার শামীম, চাটমোহর উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক ফারুক , বেড়া পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন হোসেন  রানাসহ ৫৪ নেতাকর্মী।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, খালেদা জিয়ার রায়কে ঘিরে পাবনায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃংখলা বাহিনী।

গত দুইদিনে নিয়মিত মামলার কিছু আসামিকে গ্রেফতার করা হয়েছে। আগের বিভিন্ন মামলায় পলাতক আসামিদেরও গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে, গ্রেফতার অভিযানের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বিবৃতি দিয়েছেন জেলা বিএনপি নেতারা। এসময় তারা জেলা বিএনপির সব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 

 

সর্বশেষ সংবাদ