আজ রবিবার, ৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

পাবনায় সিএনজি-অটোরিকশায় আগুন, পুলিশের ধারণা যান্ত্রিক ত্রুটি

পাবনা প্রতিনিধিঃ

পাবনায় পুলিশ হেফাজতে থাকাবস্থায় তিনটি সিএনজি চালিত অটোরিকশা আগুনে পুড়ে ভস্মীভূত হবার অভিযোগ উঠেছে। শুক্রবার যৌথবাহিনীর অভিযানে আটক হওয়া সিএনজি গুলো পুলিশ লাইনের স্টাফ মেসের মাঠে রাখা হয়।
শনিবার (২১ জুন) সকালে কোন এক সময় যান্ত্রিক ত্রুটির কারণে অটোরিকশাগুলোতে আগুন লাগতে পারে বলে পুলিশ জানালেও এ নিয়ে একমত নন অটোরিকশার মালিকরা।
পুলিশ ও পুড়ে যাওয়া অটোরিকশা চালকরা জানান, শুক্রবার সকালে সদর উপজেলার গাছপাড়া বাইপাস থেকে ফিটনেস ও কাগজপত্রে ত্রুটি থাকার অভিযোগে অটোরিকশা আটক করে জরিমানা ও মামলা করে যৌথবাহিনী। আটক হওয়া অটোরিকশাগুলো পুলিশ লাইন কম্পাউন্ডে স্টাফ মেসের সামনের মাঠে রাখা হয়। সেখানে থাকাবস্থায় শনিবার সকালে হঠাৎ তিনটি অটোরিকশা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সে আগুন নেভাতে চেষ্টা করলেও একটি অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত ও আরও দুটি আংশিক পুড়ে যায়।
তবে ভুক্তভোগী অটোরিকশা চালকদের দাবি, গতকাল সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় গাড়ি চালিয়ে তারা পুলিশ লাইনে রেখে গেছেন। শনিবার জরিমানার টাকা জমা দিয়ে গাড়ি নিতে এসে তারা পুড়ে যাওয়া গাড়ি পেয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল বলেন,টেকনিক্যাল কারণে আগুন ধরতে পারে।