আজ শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পাবনার চাঁদাবাজ সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে ১ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ ।

গত ১২ মে রাত সোয়া ৮ টায় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে চাঁদাবাজির ৮শত ৬০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম শামীম। তার বাড়ি পাবনা।

বৃহস্পতিবার ১৩ মে র‌্যাব-১১ এর সিনিঃ এএসপি প্রণব কুমার ( সিপিএসসি, আদমজীনগর) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, একটি চাঁদাবাজ চক্র নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ৫০/- থেকে ১০০/- টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। সাইনবোর্ড এলাকায় পরিবহনে চাঁদাবাজি করার সময় শামীমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।