ফতুল্লা সংবাদদাতা:
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে রাস্তা সিসি ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে পশ্চিম দেওভোগ মাদ্রাসা এলাকায় মিয়াপাড়া সংযোগ সড়কের এ সিসি ঢালাই কাজের উদ্বোধন করেন কাশিপুর ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা মেম্বার মরিয়ম আক্তার।
উদ্বোধনকালে মরিয়ম আক্তার বলেন, দীর্ঘদিন যাবত মিয়াপাড়া এলাকার বাসিন্দাদের অনেক দিনের দাবি ছিলো রাস্তাটির মেরামত করার। সামান্য বৃষ্টির পানিতে রাস্তাটি তলিয়ে যেতো। এতে এলাকাবাসীর দূর্ভোগ পোহাতে হতো। এলাকাবাসীর চলাচলের সমস্যা নির্মূলে আমি চেয়ারম্যান সাহেবকে জানালে, তিনি দ্রুত ব্যবস্থা গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কাশিপুর ৯ নং ওয়ার্ড মেম্বার শফিউদ্দিন খোকন সরদার, কাশিপুর ইউপি’র ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রূপচান সিকদার, বাবুল আহম্মেদ, আব্দুল খালেক, নাছির উদ্দিন মোল্লা, কাশিপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ সিনিয়র সহ সভাপতি ওসমান গনি, এইচএম সাগর আহম্মেদ বাবুল, আতাহার মোল্লা সুমন, আনোয়ার হোসেন প্রমূখ।