আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে গার্মেন্টস শ্রমিক জোটে শতাধিক শ্রমিকের যোগদান

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করার লক্ষে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক জোটে শতাধিক শ্রমিক যোগদান করেছে।

শুক্রবার (১৮ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় মহানগীরর সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ পুলস্থ কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক জোট কেন্দ্রীয় কমিটির (গভ: রেজি নং ডি-৪৫৭৩) সাধারন সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (২৩০২) এর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এস এম মাসুদ রানার হাতে ফুল দিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের শতাধিক শ্রমিক যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা জাসদেও সভাপতি এমএ মতিন মাহবুব, নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক জোটের নেতা মো: জুলহাস কামাল এবং যোদানকারীদের মধ্যে জামাল হোসেন, এ আর নাসির, নুরুজ্জামান, মেহেদী হাসান (আপন), মেহেদী হাসান হাওলাদার, সোহেল রানা, শামীম ভুইয়া, আবির হাসান নাজিম, রানা মিয়া, আমজাদ হোসেন, সোহান, রিনা আক্তার, ফারুক হোসেন, শিহাব শিকদার ও শাকিলসহ প্রমূখ।

এসময় এ সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক এস এম মাসুদ রানা যোগদানকারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং সবাইকে শ্রম আইন সম্পর্কে শিক্ষা নেওয়ার জন্য সংগঠনের বিভিন্ন সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করার জন্য পরামর্শ দেন। পরে সবাইকে সংগঠনের পক্ষ থেকে মিষ্টিমূখ করানো হয়।