আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নৌকা প্রতীক পেয়ে কোমর বেধে এমপি গাজীর প্রচারণা শুরু

নবকুমার:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছে  নির্বাচন কমিশনার। সোমবার নারায়ণগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক কে নৌকা প্রতীক বরাদ্দ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা রাব্বী মিয়া।

প্রতীক পেয়েই রূপগঞ্জে কোমর বেধে প্রচারণা শুরু করে দিয়েছে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। রূপগঞ্জের পথে ঘাটে চায়ের দোকানে বাড়িতে বাড়িতে এখন শুধুই নৌকার প্রতিধ্বনি বেজে উঠেছে।

কর্মীদের ভীরে নিঃশ্বাস ফেলানোর সময় পাচ্ছেন না গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। বসে নেই রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাছিনা গাজী । তরুণ ভোটারদের আকৃষ্ট করতে প্রচারণায় নেমেছেন বিসিবির পরিচালক তরুণ শিল্প উদ্যোগক্তা গাজী গোলাম মর্তুজা পাপ্পা।