নবকুমার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রূপগঞ্জে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে পথ সভা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাংসদ পুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা। শুক্রবার তিনি ভোলাব ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পথ সভা করেন। গোলাম মর্তুজা পাপ্পা ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেন। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবীত হয়ে রূপগঞ্জ বাসিকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান গোলাম মর্তুজা পাপ্পা।
এ সময় উপস্থিত ছিলেন ভোলাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল খান, সাধারণ সম্পাদক হাসান আশকারী,আওয়ামী লীগ নেতা এড. তাইবুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, ভোলাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজু, ছাত্র লীগের সভাপতি আমিনুল। কাঞ্চন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিটু।
উল্লেখ্য নারায়ণগঞ্জ ১ আসনে আওয়ামী লীগ মনোনীত মহাজোটের প্রার্থী গোলাম দস্তগীর গাজী নৌকা প্রতীক নিয়ে লড়ছেন।