আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হয়ে যান

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেনো আপনাদের পাশে থেকে নারীদের জন্য কাজ করতে পারি। সামনে আমাদের নির্বাচনের জন্য সবাই প্রস্তুত হয়ে যান। আমাদের সামনে একটু ঝামেলা আছে, এ ঝামেলা আপনারা কিছু মনে করবেন না। আমরা উন্নয়নের রাজনীতি করি। নাওড়াতে এখন উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী রক্ত মাখা শাড়ি পড়ে অনেক উন্নয়ন করেছেন। আপনারা আমাদের উন্নয়ন কর্মকান্ড দেখবেন। আল্লাহ সহায় থাকলে আমরা আবার ক্ষমতায় আসবো। এ দেশকে আমরা টিকিয়ে রাখবো। সবাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালোভাবে ঈদ উদযাপন করবেন।

গত ২০ এপ্রিল কায়েতপাড়ার পূর্বগ্রাম হাইস্কুল মাঠে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মেয়র হাছিনা গাজী এসব কথা বলেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে মেয়র হাছিনা গাজী গরীব মানুষের মাঝে শাড়ি,লুঙ্গি বিতরণ করেন।