নিজস্ব প্রতিবেদক:
নারায়নগঞ্জে নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত রোগির নিরাপদ চিকিৎসা প্রদানের জন্য মমতাময় নারায়নগঞ্জ প্রকল্প এবং পরিচিতিমুলক প্রশিক্ষন কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে নারায়নগঞ্জ আলী আহাম্মদ চুনকা মিলনায়তনে নারায়নগঞ্জ সিটি করপোরেশনের সহযোগিতায় ও বঙ্গবন্ধু শেখ মুজির মেডিক্যাল বিশ^বিদ্যালয় এবং ওয়ার্ল্ড ওয়াইড হসপিস প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স এর যৌথ উদ্দোগে তিন বছর ব্যাপি সেবা ও গবেষনা মুলক এ কার্যক্রমের উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যাডিকেল বিশ^বিদ্যালয়ের উপাচার্য ডাঃ কনক কান্তি বড়–য়া। নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ওয়াইড হসপিস প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স এর নির্বাহী পরিচালক স্টিফেন কনর, নারায়নগঞ্জ বিএমএর সভাপতি ডাঃ শাহনেওয়াজ চৌধুরী। অনুষ্ঠানে জানানো হয় নারায়নগঞ্জ সিটি করপোরেশনের ২২লাখ মানুষের মধ্যে সাত হাজার নাগরিক এবং সারা বাংলাদেশে ৬লাখ লোক প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্যালিয়েটিভ কেয়ারের সেবা পাবে।