আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিপুণ জয়ী, কান্নাভেজা চোখে যা বললেন তিনি

নিজস্ব প্রতিবেদক:

সদ্য অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে ‘সাধারণ সম্পাদক’ পদ নিয়ে সৃষ্ট জটিলতা নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে আপিল বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ি সাধারণ সম্পাদক প্রার্থী জায়েদ খানের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান। এসময় তিনি নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

নিপুণকে জয়ী ঘোষণা করার পর কান্নাভেজা চোখে তিনি বলেন, সত্যের জয় হয়েছে। আমার কাছে অনেক ডকুমেন্টস ছিলো। ২৮ তারিখে পীরজাদার কাছে আমি অনেকবার গিয়েছি, সে আমাকে হেল্প করেনি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আর কিছু বলার নেই।