আজ মঙ্গলবার, ২৫শে আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ

না.গঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের সমালোচনা করলেন জেলা প্রশাসক

না.গঞ্জ সরকারি মহিলা

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা ৫ শতাংশ জমি উদ্ধারের জন্য স্মারক লিপি দিয়েছে জেলা প্রশাসক রাব্বী মিয়াকে। বুধবার সকালে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে আসলে জেলা প্রশাসক রাব্বী মিয়া নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষের সমালোচনা করে বলেন, ‘আজকে তোমাদের অধ্যক্ষ আসেননি কেনো? এটা প্রতিষ্ঠানের সমস্যা তার উচিত ছিলো সামনে থেকে নেতৃত্ব দেয়া। যেহেতু উনি প্রতিষ্ঠানের প্রধান তাই উনার উচিত ছিলো আজকে এখানে আসা। প্রথমত তার আমার সাথে এসে বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত ছিলো। তাতে কাজ না হলে পরবর্তী সময়ে শিক্ষকের জন্য তোমরা আসতে পারতে। কিন্তু প্রথমেই তোমাদের ব্যবহার করা হবে কেনো? তোমাদের এই সময়ে পড়াশোনাতে মনোযোগ দেয়া উচিৎ।’

এ সময় তিনি আরও উল্লেখ করেন, ‘এখন নির্বাচনের সময় চলছে। দেশে অরাজকতা সৃষ্টিকারীরা এখনই সুযোগ নেয়ার চেষ্টা করবে। এই সময়ে তোমাদের দেড় হাজার ছাত্রীর এভাবে রাস্তায় নেমে আসা ঠিক হয়নি। যদি কোনো দুর্ঘটনা ঘটে যেতো তবে সেই দায়টা কার হতো। তোমরা যখন আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলে তখনই তোমার শিক্ষকদের উচিত ছিলো আমার সাথে যোগাযোগ করা আমি প্রথমে তাদের সাথে আলোচনা সাপেক্ষেই বিষয়টি সমাধান করার চেষ্টা করতাম।’

জেলা প্রশাসক রাব্বী মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ হিসেবে এ কথাগুলো বললেও ভবিষ্যতে যেন প্রতিষ্ঠানের প্রয়োজনে শিক্ষার্থীদের এ ধরনের ব্যবহার না করা হয় সে ধরনের কোনো নির্দেশনা জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দেয়া হবে কীনা সেই প্রসঙ্গে সাংবাদিকদের কিছু পরিষ্কার করেননি।

এদিকে একাধিক শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানের কিছু শিক্ষকেরাই শিক্ষার্থীদের জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে মিছিল নিয়ে যাওয়ার জন্য আগ্রহী করে তুলেছেন। যার ফলে অনার্সের পরীক্ষা বন্ধ রেখেও অনেক শিক্ষার্থী জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়।

স্পন্সরেড আর্টিকেলঃ