আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জ ক্লাবের নির্বাচনে ভোট দিলেন এমপি গাজী

না.গঞ্জ ক্লাবের নির্বাচনে

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের কার্যনির্বাহী কমিটির ২০১৯ সালের বার্ষিক নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে।  ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

শনিবার ১৫ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয় ভোট গ্রহণ যা চলে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে ১২৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ঊর্ধ্বতন সহ সভাপতি পদে হারুন অর রশিদ, সহ সভাপতি পদে মাহবুবুর রহমান মারুফ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

এবছর সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই বারের সভাপতি নির্বাচিত হওয়া এম সোলায়মান ও আবুল মনসুরের মধ্যে।

কার্যনির্বাহী সদস্য পদে ১১ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের মধ্যে ৮ জন ভোটারদের ভোটে নির্বাচিত হবেন। প্রার্থীরা হলেন, আব্দুল খালেক, হোসেন মনির, জাহাঙ্গীর আলম, খাজা এবায়দুল হক, কামাল উদ্দিন আহমেদ, কৌশিক সাহা, সুশান্ত কুমার তালুকদার, এসএম শাহীন, সাইদুল্লাহ হৃদয়, সালাহউদ্দিন আহমেদ নান্নু।

এর আগে ২০ নভেম্বর সন্ধ্যায় ক্লাবে আগ্রহীদের মনোনয়ন পত্র জমা নেয়া হয়। সভাপতি পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন আসিফ হাসান মাহমুদ মানু। সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করেন। সদস্য পদে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেন।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মঞ্জুরুল হক, রাশেদ সারোয়ার, শফিকুল ইসলাম, হুমায়ূন কবির খান মিল্কী ও হাবিবুর রহমান বাদল।