আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ মহিলা সংস্থা উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জ মহিলা সংস্থা উদ্যোগে বঙ্গমাতা

নারায়ণগঞ্জ মহিলা সংস্থা উদ্যোগে বঙ্গমাতা

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৮তম জন্মবার্ষিকী পালন করেছে নারায়ণগঞ্জ মহিলা সংস্থা। এ উপলেক্ষ্যে নারায়ণগঞ্জের মাসদাইরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা, দোয়া ও প্রামান্য চিত্র প্রদর্শনির আয়োজন করা হয়।

বুধবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নারায়নগঞ্জ সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা নারায়ণগঞ্জ জেলার চেয়ারম্যান ও নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের সহধর্মীনি সালমা ওসমান লিপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শিরীন শারমিন, বিশিষ্ট ব্য বসায়ি ও সমাজ সেবক জালাল উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগর মহিলা আওয়ামীলীগ সভাপতি ইশরাত জাহান স্মৃতি, নারায়ণগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস, বক্তাবলী ইউনিয়নের চেয়াম্যান শওকত আলী, এনায়েত নগর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান সহ অনেকে। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। তিনি এসময় বঙ্গমাতার জীবনের বিভিন্ন ঘটনাবলী শিক্ষার্থীদের অবহিত করেন।

দেশের ক্রান্তি লগ্নে বেগম ফজিলাতুন্নেছা মুজিব কিভাবে বঙ্গবন্ধুকে মানসিক সহযোগীতা করেছেন, কিভাবে তার পাশে থেকেছেন এসব বিষয়েও আলোকপাত করেন। তিনি বলেন বঙ্গবন্ধু ৭ই মার্চে ঐতিহাসিক যে ভাষণ দিয়েছেন তার অনুপ্রেরণাও পেয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের কাছ থেকে। এসময় তিনি আরো বলেন বাংলাদেশকে সামনের দিকে আরো এগিয়ে নিয়ে যেতে হলে বঙ্গকন্যা শেখ হাসিনার বেচে থাকা জরুরী। সবার কাছে তিনি শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন। বর্তমানে বাংলাদেশ যে অবস্থানে আছে, উন্নয়নের যে ধারাবাহিকতা আছে তা ধরে রাখতে হলে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

অন্যথায় দেশ পিছিয়ে পড়বে। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনতে হবে। অনুষ্ঠানের এক পর্যায়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক এবং বয়স্ক ও বিধবাধের মাঝে ভাতা বহি বিতরণ করা হয়। পরে অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার জীবনীর উপরে নির্মীত প্রামাণ্য চিত্র প্রদর্শনী দেখেন প্রধান অতিথি সালমা ওসমান লিপি।