আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে গুম খুন বাড়ছে

সংবাদচর্চা রিপোট:
ঘুম খুন দিন দিন বাড়ছে নারায়ণগঞ্জে । গত দেড় মাসে ১৬টি হত্যাকান্ডের ঘটনা সংঘঠিত হয়েছে। অথচ আইন শৃঙ্খলা বাহিনীর দাবী দুই একটি বিছিন্ন ঘটনা ছাড়া জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গতকাল ১৯ জানুয়ারী নাঈমা রহমান (৩৭) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর লাশে উপর আগুন জ্বালিয়ে দিয়েছে দূর্বৃত্তরা।

বৃহস্পতিবার ১৮ জানুয়ারী সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার আলম খানের বাড়ী থেকে পুলিশ এ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

১২ জানুয়ারী নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইভটিজিংয়ে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে আসলাম হোসেন (১৪) নামে ৭ম শ্রেনীর এক ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করে সন্ত্রাসীরা।

১২ জানুয়ারী নারায়ণগঞ্জের বন্দরের মদনপুরে স্থানীয় সন্ত্রাসী খলিল মেম্বারের সমর্থককে (মামলার আসামী) গ্রেফতার করতে গেলে আসামী পক্ষের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষে আশিক নামের এক গার্মেন্ট কর্মী নিহত হন।

৯ জানুয়ারী ফতুল্লার ভোলাইল থেকে ২২ বছর বয়সী এক অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। একই দিন ফতুল্লায় ঢালীপাড়া এলাকায় নিজ কক্ষের ভেতর থেকে কুলসুম আক্তার (২৫) নামে তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ।

২৮ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জে একটি ফ্ল্যাট বাসা থেকে মুক্তা আক্তার (২৫) নামে অন্তসত্ত¡া গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
২৮ ডিসেম্বর ভোরে ফতুল্লার ভূইগড় এলাকায় বাপ্পী (২৫) নামে রিকশা চালককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

২০ ডিসেম্বর বন্দর উপজেলায় নিখোঁজের ৪দিন পর প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে মোক্তার হোসেন (৪৫) নামে মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।

১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা প্রকাশ্যে দিনের বেলা সুমন মিয়া নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

১০ ডিসেম্বর ফতুল্লায় অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৮) নামে বিকাশ কর্মী খুন হন। একই দিন ফতুল্লার লামাপাড়া এলাকায় স্টীল কারখানা শ্রমিক সর্দার ফরিদকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

৯ ডিসেম্বর আড়াইহাজার উপজেলায় কাগজ তৈরির কারখানায় আজহারুল ইসলাম সুমন (৩৫) নামে শ্রমিককে হত্যা করা হয়।

১ ডিসেম্বর নারায়ণগঞ্জে জাহাজ শ্রমিক জাহিদুল ইসলামকে (৪২) ডেকে নিয়ে হত্যা করার ৩ ডিসেম্বর বন্দর উপজেলার বক্তারকান্দী এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। একি দিন আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের বড়ইকান্দি মরিয়ম আক্তার জুই (৩৫) নামে এক বিধাবা এবং দুপ্তারা কুমারপাড়া এলাকার মুক্তা খাতুন (২৫) নামে আরেক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।

এছাড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নয়ামাটি এলাকায় মনসুর শেখ (৭৫) নামে এক বৃদ্ধ লাশ পাওয়া। ৬ বছরের এক শিশুকে ঘরের ভেতরে আটকে শীলতাহানির চেষ্টার অভিযোগে তাকে মারধর করলে সে মারা যায়।

তবে নারায়ণগঞ্জ কে নিরাপদ আভাস ভূমি হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।