আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু

সংবাদচর্চা অনলাইনঃ

নারায়ণগঞ্জে গেল ২৪ ঘন্টায় ২৪৬ জ‌নের ক‌রোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এতে নতুন করে আরও জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের ১৫৬ জনে দাঁড়িয়েছে। মৃত তরুণ (১৭) সোনারগাঁ উপজেলার বাসিন্দা।

সোমবার ৩রা ফেব্রুয়ারী সকালে জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জন সূত্র জানায়, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩ জন।এরা সদর উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৭০ জন।

এদিকে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৮০ জন ও আক্রান্ত ৩ হাজার ৩৪৫ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২৬ জন ও আক্রান্ত ১ হাজার ৮৯৩ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৪৪১ ও মারা গেছেন ৬ জন। আড়াইহাজারে আক্রান্ত ৬৮৯ ও মারা গেছেন ৪ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৮৩৯ ও মারা গেছেন ২৮ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১২ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৬১ জন।

জেলায় এই পর্যন্ত মোট ৭০ হাজার ৬৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৪৬ জনের।