আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জের উপজেলা চেয়ারম্যানদের অপসারণ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার,সোনারগাঁ,সদর, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যানগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর স্থানীয় সরকার বিভাগ (উপজেলা শাখা-১ ) গত ১৮ আগস্ট প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আকবর হোসেন এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।
প্রসঙ্গত রূপগঞ্জ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, আড়াইহাজার উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, বন্দর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মাকসুদ, সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা আবুল কালাম আজাদ বিশ^াস। নারায়ণগঞ্জের এই ৫ উপজেলা পরিষদের চেয়ারম্যানগণকে স্ব স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে।