আজ শনিবার, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জ যানজটমুক্ত রাখতে ভ্রাম্যমান আদালতের অভিযান

ভ্রাম্যমান আদালতের

ভ্রাম্যমান আদালতের

 

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখতে ও নগরবাসীর নির্বিঘেœ চলাচলের জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩১ মে) দুপুর ১টায় জেলা প্রশাসকের সহকারী কমিশনার মেজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নগরীর প্রধান সড়ক বঙ্গবন্ধু সড়কে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ পার্কিং, গাড়ির কাগজ পত্র, গাড়ির ফিটনেস ও ফুটপাত দিয়ে মোটর বাইক চালানোর জন্য মোট ১৪টি মামলা হয় এবং ২১ হাজার ৩ শ’ টাকা জরিমানা করা হয়।
এসময় ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম সবাইকে সচেতন হবার কথা বলেন। এবং নগরকে যানজট মুক্ত রাখতে সবাইকে আইন মেনে চলাচল করার আহ্বান জানান।