নিজস্ব প্রতিবেদক:
জেলা খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য নির্বাচনে নাঃগঞ্জ ৪ ও ৫ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষনা করেছেন কেন্দ্রীয় মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের। শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ জামতলায় হিরা কমিউনিটি সেন্টারে ইফতার পূর্ব আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে উপরোক্ত ঘোষনা দেন।
জেলা খেলাফত মজলিসের সভাপতি মুহাম্মদ সিরাজুল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি ইফতার পূর্ব আলোচনায় আরো বলেন, দেশ এখন গভীর সংকটের মধ্য দিয়ে অতিবাহিত করছে। সুষ্ঠ রাজনীতিক মাঠ নিরাপত্তা কিছুই এখন আর অবশিষ্ট নেই। ঢাকার মধ্যে মিছিল তো দূরের কথা ইফতার মাহফিল বা ছোট কোন আলোচনা সভা করতে হলেও পুলিশের অনুমতি নিতে হয়। মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার মানুষের জীবন থেকে গণতন্ত্র তুলে নিয়েছে। মানুষের এখন জানমালের নিরাপত্তার বড়ই অভাব। এই পরিস্থিতিতে দূর্বার আন্দোলন গড়ে তোলা ছাড়া সমাজের পরিবর্তন আসবে না। আমরা এখনও সুনিশ্চিত নই। সামনের নির্বাচন আদৌ হবে কিনা। বৃদ্ধ সভানেত্রী বেগম খালেদা জিয়াকে বানোয়াট ও মিথ্যা মামলায় জেলে আটকিয়ে রাখা হয়েছে। সরকারের বর্তমান নীতিই হচ্ছে সরকার বিরোধী পন্থি হটাও। এমতাবস্থায় সুষ্ঠ নির্বাচনের আশা আমরা করতে পারিনা। তবে যদি নির্বাচনে যাওয়া হয় তাহলে নারায়ণগঞ্জ ৪ আসন থেকে নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি ডাঃ শরীফ মোহাম্মদ মুসাদ্দেক এবং নারায়ণগঞ্জ ৫ আসন থেকে নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক হাফেজ কবীর হোসেন-কে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে বলা হলো।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বিএনপি দলীয় সাবেক এমপি এডভোকেট আবুল কালাম, জেলা জামায়াত ইসলামের আমির মাওলানা মঈনুদ্দিন আহমেদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা আহমদ আলী, দৈনিক ইয়াদের ভারপ্রাপ্ত সম্পাদক তোফাজ্জল হোসেন সহ অন্যান্য। মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন মুফ্তী আনিছ আনসারী।