বন্দর উপজেলার দেওয়ানবাগ বাজার সংলগ্ন বালুর মাঠ ১০ কার্টন বিয়ারসহ মো. ফারুক (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) সকাল ৬টায় তাকে আটক করা হয়। ফারুক কুমিল্লার তিতাস মঙ্গলকান্দি এলাকার মৃত.বাবুল হোসেনের ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকাল ৬টায় দেওয়ানবাগ বাজার সংলগ্ন বালুর মাঠ থেকে ১০ কার্টন ভর্তি ২৪০ পিস বিয়ার ও একটি প্রাইভেটকার সহ ফারুককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফারুকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।