আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেওভোগে রণক্ষেত্র, অস্ত্রধারীদের হামলায় আহত ১৭

সংবাদচর্চা রিপোর্টঃ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেওভোগ বাংলাবাজার এলাকায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল ১৮ জানুয়ারী (শুক্রবার) রাত ৮ টার সময় এই সংঘর্ষের ঘটনা সংঘটিত হয়। সংঘর্ষ চলাকালে ১৭ জন আহত হয়েছে ।
আহতদের মধ্যে ৫ জনের পরিচয় জানা গেছে । তারা হলেন ২নং বাবুরাইল এলাকার আলী আজমের ছেলে তানভীর (১৮), বাংলা বাজার এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে হাসান (১৭), মফিজুল ইসলামের ছেলে টিপু (২২), জাকির হোসেনের ছেলে সবুজ (২৪), আল-আমিন নগর এলাকার বারেক হাওলাদারের ছেলে রিয়াজ (১৭), হাসেম বাগ এলাকার দাদন মিয়ার ছেলে আব্দুস সাত্তার (১৮)।
সংঘর্ষে আহতদের প্রাথমিক ভাবে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি জনের অবস্থা গুরুত্বর হওয়া তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, রাতে মুখোশ ধারী একদল সন্ত্রাসীরা ধারালো রাম দা, ছুরি ও দেশী অস্ত্রসস্ত্র সহ অতর্কিত এই হামলা চালায়।
হামলার ঘটনায় ফুতল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের জানান, রাতে বাংলাবাজার আমবাগান এলাকায় একদল যুবক বাহিনী মুখোশ পরে এলাকার লোকজনের উপরে অতর্কিত হামলা চালায়। হামলার সময় হামলাকারীরা স্থানীয়দের কুপিয়ে রক্তাক্ত জখম করে কিন্তু হামলাকরীরা মুখোশ পরে থাকায় এলাকাবাসী তাদের সনাক্ত করতে পারে নি। এ ব্যাপারে দ্রæত আইনি ব্যবস্থা গ্রহন করা হবে এবং হামলাকারীদের সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।