সংবাদচর্চা রিপোর্ট:
উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি এবার পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানের মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নীতি নির্র্ধারকরা।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলো ভাইস চেয়ারম্যান পদ উন্মুক্ত রাখা হবে । কিন্ত গতকাল রাতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটি তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছে। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের ৫টি উপজেলার ভাইস চেয়ারম্যান প্রার্থীরা দলীয় মনোনয়ন পাবেন।
সোমবার (৪ ফেব্রুয়ারি) রাতে ভাইস চেয়াম্যানদের মনোনয়ন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল ।
এ বিষয়ে তিনি বলেন, রাতে হঠাৎ করে কেন্দ্র হতে আমাদের কাছে জানানো হয়েছে ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হবে। চেয়ারম্যান প্রার্থীদের মতো ভাইস এবং মহিলা ভাইস চেয়ারম্যানের মনোনয়ন কেন্দ্র হতে দিবে বলে সিদ্ধান্ত হয়েছে। আমরা অলরেডি বিষয়টিকে নিয়ে আলাপ-আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া শুরু করেছি।