আজ মঙ্গলবার, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

দাদার হাটু জলের ছবি ভাইরাল

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে রাস্তায় হাটু জলে আওয়ামী লীগ নেতার দাড়িয়ে থাকা একটি ছবি নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে ভার্চুয়াল জগতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার ওই ছবি নিয়ে পুরো শহরময় দিনভর ছিল আলোচনা সমালোচনা।

মঙ্গলবার দুপুরে খোকন সাহার ঘনিষ্ঠভাজন হিসেবে পরিচিত সুজীত সরকার নামে এক ব্যক্তি তার নিজস্ব ফেসবুক আইডিতে ছবিটি আপলোড করেন। মাত্র কয়েক ঘণ্টায় শত শত শেয়ার আর কমেন্টে ভাইরাল হয়ে উঠে সেই ছবি।

অনেকেই মন্তব্য করেন, সরকারি দলের একজন শীর্ষ নেতা হয়ে জলাবদ্ধতায় ডুবে থাকার ছবি দিয়ে দলের সমালোচনা করার সুযোগ সৃষ্টি করেছেন। আবার একই দলের (আওয়ামী লীগ) কেউ কেউ নেতা হয়ে এমন ছবি তুলে ফেসবুকে দেয়ার সমালোচনা করে বলেছেন, নিজে ভাইরাল হতে ইচ্ছাকৃত ভাবেই করেছেন দাদা খোকন সাহা।

তবে বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তির আইডিতে শেয়ার করা এই ছবিটি নিয়ে বেশির ভাগ মন্তব্যই ছিল ইতিবাচক। তারা এই ছবিকে নগরীর জলাবদ্ধতা নিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার অভিনব প্রতিবাদ বলে আখ্যা দিয়েছেন।