আজ বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দাউদপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিতদের শপথ

সংবাদচর্চা রিপোর্ট : রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান,সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ শপথ নিয়েছেন। বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে চেয়ারম্যান হিসেবে শপথ নেন নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার। পরে সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ শপথ নেন। শপথ বাক্য পাঠ করান নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন জেলা নিবার্চন অফিসার মতিয়ুর রহমান, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুশরাত জাহান, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম, রূপগঞ্জ থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছালাউদ্দিন ভূঁইয়া সহ অনেকে।

প্রসঙ্গত গত ২০ অক্টোবর দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংরক্ষিত সদস্য পদে ১,২,৩ নং ওয়ার্ডে শিরিনা আক্তার, ৪,৫,৬ নং ওয়ার্ডে আলেয়া বেগম,৭,৮,৯ ওয়ার্ডে বিজয়ী হয়েছে নাছরিন বেগম বিজয়ী হয়।

সাধারণ সদস্য পদে ১ নম্বর ওয়ার্ডে সফিকুর রহমান, ২ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন স্বপন, ৩ নম্বর ওয়ার্ডে আরিফুল , ৪ নম্বর ওয়ার্ডে হাছিবুর রহমান, ৫ নম্বর ওয়ার্ডে মনির হোসেন , ৬ নম্বর ওয়ার্ডে জাকির হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে আয়নাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাক সিকদার, ৯ নম্বর ওয়ার্ডে আজিজুল হক মালুম বিজয়ী হয়। এরপর ফলাফলের গেজেট প্রকাশিত হয়।