নিজস্ব প্রতিবেদক:
আড়াইহাজারের গোপালদী এলাকায় নয়ন (২৩) নামে এক দর্জির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে বিশ্বনন্দী এলাকার তাইজউদ্দিনের ছেলে।
শনিবার (২৬ মে) স্থানীয় কবরস্থানের পাশে একটি আম বাগানে তার ঝুলন্ত লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
গোপালদী তদন্ত কেন্দ্রের ওসি হাসান জানান, আমরা স্থানীয় ও পারিবারিক সূত্রে জানতে পেরেছি যে স্থানীয় তালাকপ্রাপ্তা এক নারীর সঙ্গে নয়নের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তাকে বিয়ের প্রস্তুতি নিলে নয়নের পরিবার এ বিয়েতে বাঁধা দেয়। এরই জেরে শুক্রবার রাতে সে বাড়ি থেকে বের হয়ে যায়।
শনিবার স্থানীয়দের খবর পেয়ে ঘটনারস্থলে গেলে কবরস্থানের পাশে একটি আম বাগানে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করি। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।