আজ সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পিরোজপুরের মঠবাড়িয়া থানার ওসি বদলী ! নতুন ওসির যোগদান

থানার ওসি বদলী

পিরোজপুরের মঠবাড়িয়া থানার ওসি বদলী ! নতুন ওসির যোগদান

থানার ওসি বদলী

পিরোজপুর প্রতিনিধি ॥ গত ২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার জাতীয় পার্টির (এ) স্থানীয় শহীদ মোস্তফা খেলার মাঠের সমাবেশে কেন্দ্রীয় নেতাদের বেঁধে দেয়া সময়ের মধ্যেই মঠবাড়িয়া থানার ওসিকে বদলী করা হয়েছে। বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম (পিপিএম ও বিপিএম) এর নির্দেশে পিরোজপুুর জেলা পুলিশ সুপার মোহাম্মাদ সালাম কবির এক আদেশে মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলামকে বদলী করে নেছারাবাদ (স্বরূপকাঠী) থানায় যোগদান এবং বরিশালের উজিরপুর থানার ওসি গোলাম সরোয়ারকে মঠবাড়িয়া থানায় যোগদানের আদেশ দেন।

মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল ইসলাম বদলী হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার সন্ধ্যায় থানায় যোগদানকৃত অফিসার ইনচার্জ গোলাম সরোয়ারকে দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে। তিনি আরও জানান, ১/২ দিনের মধ্যে নতুন কর্মস্থল পিরোজপুরের নেছারাবাদ থানায় যোগদান করবেন।

উল্লেখ্য প্রধানমন্ত্রীর বিশেষ দ্রুত পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদসহ একাধিক মন্ত্রী ও স্থানীয় এমপির ডা. রুস্তম আলী ফরাজীর উপস্থিতিতে জাপার মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার জনসভায় বলেছিলেন, সন্ত্রাসী বাহিনী সমাবেশে আসা লোকজনকে পথে পথে বাঁধা প্রদান ও মারধর করেছে। এ সময় ওসি প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়ায় আগামী ২৪ ঘন্টার মধ্যে থানার ওসিকে বদলী না করলে জাতীয় পার্টি প্রয়োজনে সংসদ বর্জন করার হুমকি দেয়।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মাদ সালাম কবির বলেন, প্রত্যাহার নয় নিয়ম মাফিক মঠবাড়িয়া থানার ওসিকে পিরোজপুরের নেছারাবাদ বদলীর আদেশ দেয়া হয়েছে।