আজ সোমবার, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ত্বকী হত্যার বিচার চায় খোকন সাহা

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, আমি ত্বকী হত্যার বিচার চাই। তদন্ত করে আসল খুনিদের শাস্তি হোক, সেটা আমিও চাই। ত্বকী হত্যার তদন্ত চলছে, আর একজন কলকাঠি নাড়াচ্ছেন। উনি বলছেন ওসমান পরিবারের সদস্যরা ত্বকীকে হত্যা করেছেন। নারায়ণগঞ্জের মেয়র সাহেব এই কলকাঠি নাড়াচ্ছেন। আইন প্রয়োগকারী সংস্থাকে বলবো তাদের রিমান্ডে নেন। তাদের রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে ত্বকী হত্যাকারী কারা। কারন আমি তো বলিনাই ত্বকী হত্যাকারী অমুক। তদন্ত চলাকালে এমন কোন কথা বলা যাবেনা যাতে তদন্ত কাজে বিঘ্ন হয়। তারা ওসমান পরিবারকে খুনী পরিবার বানিয়ে ফেললো।

মঙ্গলবার ( ১৪ সেপ্টেম্বর) বিকেলে বন্দরে নাসিক ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,এই এলাকার যত উন্নয়ন হয়েছে সব শেখ হাসিনার অবদান। উনি (মেয়র) চাউর করছেন আমি করে দিয়েছি আমি করে দিয়েছি। এই আমিত্ব ভাব বাদ দেন। উন্নয়ন সব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।