আজ বুধবার, ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এলাকাবাসির তোপের মুখে পিছু হটলেন ভূমিদস্যু আন্ডা রফিক

তোপের

এলাকাবাসির তোপের মুখে পিছু হটলেন ভূমিদস্যু আন্ডা রফিকতোপের

রূপগঞ্জ প্রতিনিধি: নারায়গঞ্জের রূপগঞ্জে  একই স্থানে ওয়াজ মাহফিল আয়োজনকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে স্থানীয় ভূমি দস্যু আন্ডা রফিক।একই স্থানে কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জায়েদ আলী ও একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম  ওয়াজ মাহফিলের আয়োজন করেন।

আইনশৃংখলা অবনতি হবে এমন আশঙ্কায় উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছেন। শুক্রবার দিনভর উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নগড়পাড়া এলাকায়  উত্তেজনা দেখা দেয়।

স্থানীয় জনগণ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ্র সহ সকল পেশার মানুষ রফিকের ওয়াজের নামে  ভন্ডামীর বিরুদ্ধে রুখে দাঁড়ায় ।এক পর্যায়ে আন্ডা রফিক জনতার চাপের মুখে পিছু হটতে বাধ্য হয়।

দীর্ঘ দিন যাবত ভূমি দস্যু আন্ডা রফিক প্রান্তিক কৃষকদের জমি জোর পূর্বক দখল করে আসছে, রফিকের অত্যাচার হতে মুক্তি পাবার জন্য কায়েতপাড়া বাসি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছে।

এব্যাপারে  কায়েত পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহেদ আলী বলেন, ভূমিদস্যু আন্ডা রফিক ওয়াজ মাহফিলের নামে শোডাউন করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে চেয়েছেন ,আমরা এলাকাবাসি আজ তা শক্ত হাতে দমন করেছি।আর আন্ডা রফিকের অত্যাচারের কারণে আওয়ামীলীগের ভাবমূর্তি নষ্ট হক তা হতে দেব না।

কায়েত পাড়া ইউপি মহিলা মেম্বার বিউটি আক্তার কুট্টি বলেন, ভূমিদস্যু রফিকের অত্যাচারে আজ এলাকাবাসি খুব অতিষ্ঠ।আমরা রফিকের অত্যাচার হতে মুক্তি চাই।

এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ১৪৪ ধারা জারি করার পর থেকেই আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সক্রিয় ছিলো। কোন পক্ষ যদি ১৪৪ ধারা জারি ভঙ্গ করতো তাহলেই ব্যবস্থা নেয়া হতো। বর্তমানে এলাকায় স্বাভাবিক এবং শান্তিপুর্ন অবস্থা বিরাজ করছে বলে তিনি দাবি করেছেন।

 

স্পন্সরেড আর্টিকেলঃ