আজ রবিবার, ১৪ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

তিতুমীর কলেজে ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরকারি তিতুমীর কলেজে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে মহাখালিতে কলেজ ক্যাম্পাসে সংক্ষিত সমাবেশ হয়। সমাবেশে তিতুমীর কলেজ শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহবায়ক রিয়াজ মাহমুদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সভাপতি মুক্তা বড়াই, সদস্য আশিক রহমান লেলিন, মেহেদী হাসান আরিফ ও সংগঠক তরিকুল ইসলাম আশিক।

সভায় বক্তরা বলেন, ১৯৩৪ সালের ২১ জানুয়ারী স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অগ্নিগর্ভে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পথ চলা শুরু হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা-সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করায় ছাত্রদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

তিতুমীর কলেজের বিভিন্ন সমস্যা উল্লখ্য করে তারা বলেন, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান হওয়া স্বত্ত্বেও এত বছরে গবেষণার কোন রকম আয়োজন নিশ্চিত করা হয় নি। প্রায় ৫৬০০০ শিক্ষার্থী অধ্যয়ন করলেও লাইব্রেরী খুবই সংকীর্ণ। যেখানে একসাথে ৫০জন ছাত্র-ছাত্রী বসে পড়াশুনা করতে পারছে না। ওয়ার্ল্ড হেলথ ওরগানাইজেশন প্রতি ৫০০ জনের জন্য একজন রেজিষ্ট্রার ডাক্তারের প্রয়োজনীতার কথা বললেও এতো সংখ্যক ছাত্রদের জন্য কোন ডাক্তার নেই। উপরন্তু প্রতি বছর স্বাস্থ্য ক্যাম্পের নামে পর্যাপ্ত অর্থ ছাত্রদের কাছ থেকে আদায় করা হচ্ছে। বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের জন্য পর্যাপ্ত আবাসিক ব্যবস্থা নেই। আবাসিক সংকটের বিষয়টি মন্ত্রনালয়ে তুলে ধরে বরাদ্দ আদায়ের প্রশাসনের প্রচেষ্টায় ঘাটতি আছে।

এ সময় তারা দাবি জানান, শিক্ষার্থীদের সুস্থ সুনাগরিক হিসেবে বেড়ে উঠার জন্য প্রতি ৩ মাস অন্তর অন্তর সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন নিশ্চিত করার। বিভিন্ন সাংস্কৃতিক ও বির্তক সংগঠনগুলোর জন্য সুনিদিষ্ট পরিসর নিশ্চিত করা ও প্রতি তিনমাস অন্তর আন্তঃবিভাগীয় প্রতিযোগীতার আয়োজন করা। ছাত্র সংগঠনগুলোর মধ্যে ভাতৃত্ব ও সহ অবস্থান নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগে আলাপ আলোচনা ও জাতীয় দিবসগুলোতে সকল সংগঠনের অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহন করা। সাত কলেজ সমস্যার স্থায়ী সমাধান করা। নির্মাণাধীন হলের কাজ দ্রুত শেষ করা। প্রথম বর্ষ থেকেই কলেজ প্রশাসনের সহযোগিতায় আবাসিক হলে সীট প্রদান করা।

এছাড়া প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের প্রতি শুভ কামনা জানান বক্তারা।