আজ শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তারাব পৌর এলাকার পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ

সংবাদ বিজ্ঞপ্তি: রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমার শেষ দিন ২০ ডিসেম্বর, বাছাই ২২ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর। ভোট ১৬ জানুয়ারি। ইভিএম পদ্ধতিতে তারাব পৌরসভার ভোট গ্রহণ হবে। এ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার লক্ষ্যে বদ্ধপরিকর বাংলাদেশ নির্বাচন কমিশন। যে সমস্ত সম্ভাব্য প্রার্থী /ব্যক্তি/প্রতিষ্ঠান ইতোমধ্যে পৌর এলাকায় রঙ্গিন পোস্টার দেয়াল লিখন, শুভেচ্ছা ও অভিনন্দনসূচক ব্যানার বিলবোর্ডসহ বিভিন্ন নির্বাচনী প্রচারণা সামগ্রী স্থাপন করেছেন যা নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী । সম্ভব্য প্রার্থীগণের পোস্টার , ব্যানার দেয়াল লিখন, বিলবোর্ড ,গেইট ,তোরণ , প্যান্ডেল , আলোকসজ্জা প্রচার সামগ্রী ও নির্বাচনী ক্যাম্প থাকলে সেগুলো সম্ভাব্য প্রার্থী বা সংশ্লিষ্ট ব্যক্তিগণকে নিজ খরচে আগামি ৬ ডিসেম্বরের ( ২০২০) মধ্যে অপসারণ করতে হবে। প্রচারণার বিষয়ে পৌরসভা ( নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫ এর ৫ বিধি মেনে চলতে হবে। ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ পূর্বে কোনো প্রার্থী /দল/ প্রার্থীর পক্ষে কোনো ব্যক্তি প্রচারণা শুরু করতে পারবে না।

পৌরসভা ( নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৫ এর বিধি লঙ্ঘনে অনধিক ৬ মাসের কারাদন্ড অথবা অনধিক ৫০ হাজার টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডনীয় হবেন। এছাড়া উক্ত বিধিমালার ৩২ বিধি অনুসারে কমিশন কর্তৃক প্রার্থীতা বাতিলের বিধান রয়েছে। ৬ ডিসেম্বরের মধ্যে তারাব পৌর এলাকায় সাটানো/লাগানো বিভিন্ন রঙিন পোস্টার , বিলবোর্ড , ব্যানার ,প্যানাসহ অন্যান্য সকল নির্বাচনী প্রচার সামগ্রী নিজ দায়িত্বে ও খরচে অপসারণের নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান। বৃহস্পতিবার ( ৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন।