নবকুমার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তারাব পৌর সভার সাধারণ মানুষ। সোমবার রূপসী প্রধান বাড়ি,রূপসী বাসট্যান্ড, শহীদ বকুল নগর ,কাহিনা, স্লুইচ গেট এলাকায় গণসংযোগ করেছেন তারাব পৌরসভার ২ ও ৪ নং ওয়ার্ডের জনগণ।
তারা নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে স্বেচ্ছায় ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। রূপগঞ্জে গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের উন্নয়ন চিত্র সবার কাছে তুলে ধরছেন।
গণসংযোগের সময় গোটা এলাকা নৌকা এবং গাজীর শ্লোগানে মুখোরিত করে তোলে ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মো:মুন্না খাঁন,সাংবাদিক বিপ্লব,তারাব পৌর যুবলীগের প্রচার সম্পাদক খোকন প্রধান, শ্রমিক লীগের সহ-সভাপতি ফারুক প্রধান , ৪ নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি নুর আলী, ছাত্রলীগ নেতা দীপু,মিজান,আলতাফ,মনিরুল সহ আব্দুল্লাহ আল মামুন,আলমাছ,আজাহার,সোহাগ,আমিন প্রমুখ।