আজ বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

তারাবতে বিএনপির দোয়া

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলি এলাকায়  যুবদলের  অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।  রোববার বিকেলে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা সাওন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সিনিয়র সহ সভাপতি রফিক মোল্লা, তারাব পৌর যুব দলের আহ্বায়ক আফজাল কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী বাবুল,তারাব পৌর ছাত্র দলের আহ্বায়ক রাজিব আহমেদ, তারাব পৌর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান মীর,তারাব পৌর জাসাসের সভাপতি রনি মিয়া, সাধারণ সম্পাদক মাফুজুর রহমান।

তারাব পৌর যুবদলের আহবায়ক আফজাল কবীর বলেন, দীপু ভুঁইয়া সৎ লোক। সবাই মিলে দীপু ভুঁইয়াকে সংসদে পাঠানোর ব্যবস্থা করবো। আমরা নীতির কথা বলবো। আমরা মাদক সন্ত্রাসীদের বিপক্ষে।

একই অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করা হয়।