আজ বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

তমিজউদ্দিন রিজভী স্মরণে শোকসভার আয়োজন

নারায়ণগঞ্জ থিয়েটারের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন রিজভী স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সোমবার বিকেলে নগরীর আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে এই শোক সভার আয়োজন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন রিজভী একাধাওে চলচ্চিত্রকার ও নারায়ণগঞ্জ থিয়েটারের সাবেক সভাপতি ছিলেন।

নারায়ণগঞ্জ থিয়েটারের কার্যকরী পরিষদেও সদস্য জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন ঢাকা বিভাগীয় সম্পাদক উত্তম সাহা, প্রবীন নাট্যজন বাহাউদ্দিন ভুলু, প্রয়াত তমিজউদ্দিন রিজভীর ছেলে শুভ রিজভী প্রমূখ।

বক্তরা তমিজউদ্দিন রিজভীর স্মৃতি চারন করে বলেন, রাজনীতিতে তমিজ উদ্দিন রিজভী সক্রিয় না থাকলেও তিনি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেন। স্বাধীনতার পর থেকে তিনি চলচ্চিত্র এবং নাটকে জড়িয়ে পড়েন।