আজ শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ঢাকা-১০ আসনে বিএনপি’র প্রার্থী হতে ডাঃ নিয়াজের ফরম সংগ্রহ

তাওসিফ মাইমুন: ঢাকা-১০ আসনে বিএনপির প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি ডাঃ নিয়াজ মুহাইমেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে ডাঃ নিয়াজ মুহাইমেন এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তার শুভাকাঙ্খীরা।

ঢাকা-১০ আসন রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট অন্তর্গত ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ এবং ২২ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত। আর গভর্মেন্ট ল্যাবরেটরী হাই স্কুল এর ছাত্র ডাঃ নিয়াজ মুহাইমেন এর জন্ম, শৈশব-কৌশোর আর স্কুল-কলেজ বেড়ে ওঠা এই এলাকাতেই। ছাত্র রাজনীতির হাতে খড়ি ধানমন্ডি থানা ছাত্রদলের সহসভাপতি হিসেবে ১৯৮৬ সালে। ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটি সহ ধানমন্ডি থানা এলাকায় স্বৈরাচারী এরশাদ বিরোধী আন্দোলনে তার ছিল সাহসী ভূমিকা। মহানগর ছাত্রদলের সভাপতি আবুল খায়ের ভূঁইয়াসহ ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে থেকে প্রতিটা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ৮০’র দশকের ছাত্রদল নেতৃবৃন্দ ও বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে তিনি ছিলেন বিশেষ পরিচিত। সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি থাকাবস্থায় প্রতিপক্ষ ছাত্রসংগঠনের অতর্কিত চোরাগুপ্তা হামলায় আহত হলে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডাঃ নিয়াজ মুহাইমেনকে চিকিৎসার জন্য প্রথমে সিঙ্গাপুর ও ১৯৯৬ সালে আমেরিকা পাঠিয়ে দেন।

বর্তমানে লস এঞ্জেলেস প্রবাসী নিয়াজ মুহাইমেন সেখানে ক্যালিফোর্নিয়া স্টেট্ ইউনিভার্সিটি নর্থরীজ থেকে পাবলিক হেল্থে মাস্টার্স করেছেন। প্রবাসে থেকেও দলীয় কর্মকান্ডে অংশগ্রহণের পাশাপাশি তিনি মূলধারায় বিএনপি’র পক্ষে জোরদার লবিং করে যাচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেফতার হলে জোরদার আন্দোলনের পাশাপাশি কংগ্রেসম্যানদের কাছে দেশ নেত্রীর মামলার বিষয়াদি ও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরেন। গেল ২০১৬ সাল থেকে তিনি নির্বাচনের জন্য এলাকায় কাজ করে আসছেন। এ সময় তিনি গুলশান অফিসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন এবং বিদেশ থেকে করণীয় সম্পর্কিত নির্দেশনা নেন। ছাত্র জীবনের ন্যায় আজও ডাঃ নিয়াজ মুহাইমেন যে কোন পরিস্থিতি মোকাবেলা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঢাকা-১০ আসন পুনরুদ্ধার করে দিতে প্রস্তুত।

মানোনয়ন ফরম সংগ্রহের পর টেলিফোনে ডাঃ নিয়াজ মুহাইমেন গণমাধ্যমকে বলেন, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের অংশ হিসেবেই ভোট যুদ্ধে অংশ নিতে চাই। সামরিক স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে বিজয়ী হয়েছি। এবারও মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিজয়ী হবো। ইনশাআল্লাহ।