নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর সোরওয়ার্দী উদ্দ্যানে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানে যাননি নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। দলীয় নেত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করেই বিকালে শহরের অক্টো অফিস সংলগ্ন বাংলাভবনে বৃহত্তর ইসদাইর পঞ্চায়েত কমিটির উদ্যেগে আলোচনা সভার মাধ্যমে নিজের উন্নয়ন এবং ভবিষ্যতে কি করনীয় সে সর্ম্পকে আওয়ামীলীগের নেতাকর্মীসহ সর্বসাধারনের সাথে আলাপচারিতা করেন। দলীয় নেত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে না গিয়ে কেনইবা তিনি এমন অনুষ্ঠান করলেন নারায়নগঞ্জে এ নিয়ে নেতাকর্মী, সাংবাদিকসহ সকলের মাঝে কৌতুহল দেখা দেয়।
বাংলাভবন ঘুরে ঘুরে শামীম সমর্থকদের সাথে আলাপকালে জানা যায় বিস্তারিত। শামীম ওসমানের একান্ত কাছের মানুষ হিসেবে পরিচিত মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজামকে জিজ্ঞেস করলে তিনি শুরুতেই বলেন,মুলত শামীম ভাইকে দাওয়াত দেয়া হয় নাই তাছাড়া এটা মুলত ঢাকা মহানগর আওয়ামীলীগের অনুষ্ঠান। সেখানে আমাদের মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীরাতো গিয়েছেন। আমরা যাইনি তাতে কি হয়েছে। মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো.জুয়েল হোসেনের বক্তব্যটাও ছিলো শাহ নিজামের মত। তিনি বলেন, যেহেতু শামীম ভাইকে দাওয়াত দেয়া হয়নি সুতরাং সেখানে তো আমাদের যাওয়ার প্রশ্নই উঠেনা। শাহ নিজাম, জুয়েলদেরমত বাংলাভবনে আগত শামীম সমর্থকদের সকলের মুখে একই কথা।
অনুষ্ঠানে ইসদাইর থেকে আগত অনেকেই বলেন,শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ হিসেবে শামীম ওসমান যায়নি বা তাকে দাওয়াত দেয়নি সেটা কিভাবে সম্ভব। যেখানে প্রায় অনুষ্ঠানে শামীম ওসমানসহ তার অনুসারীরা শামীম ওসমানকে শেখ হাসিনার ছোটভাই বলে সম্ভোধন করেন সেখানে বড় বোনের সংবর্ধনা অনুষ্ঠানে ছোটভাইকে দাওয়াত করে নিতে হবে এটা কেমন কথা? তারা অনেকেই বলেন, মুলত দাওয়াত শব্দটি হয়তোবা শামীম সমর্থকরা ব্যবহার করছে বান্তবে অন্যটা হতে পারে। তাই শেখ হাসিনার সাথে অভিমান করে শামীম ওসমান ঢাকায় যাননি।