নিজস্ব প্রতিবেদক:
ঢাকায় ইঞ্জিনিয়ার ইন্সিটিটিউসনে কেন্দ্রীয় তাঁতীলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের নেতৃবৃন্দ যোগদান করেছে।
শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের কারনে সড়ক পথে গাড়ি ও ট্রেন না চলায় নৌ পথে ট্রলার যোগে উক্ত স্মরণ সভায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর তাঁতীলীগের এইচ এম ফারুক সাহেদ ও ভিপি আলমগীরে নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী নিয়ে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সাবেক ছাত্রলীগ নেতা মোঃ মাশফীকুর রহমান শিশির, ফতুল্লা থানা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মোঃ নাজির হোসেন, কমান্ডার মোঃ মোস্তফা, বাবু সওদাগর, মিলন মোল্লা, মোঃ জালাল উদ্দীন, মোঃস্বপন, মোঃ মনির হোসেন, মোঃ হারুন, মোঃ আতিক উল্লাহ আতিক, মোঃ আজিম, বিল্লাল হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ মুছা, দেলোয়ার হোসেন, সাহানাজ আক্তার লায়লা প্রমুখ।