আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ডিসি-এসপি’কে মনিরের পক্ষে স্মারক লিপি

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সোলায়মান (৩৭) গণপিটুণিতে নিহতের ঘটনায় তারাব পৌরসভার কাউন্সিলর ও রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম মনিরকে আসামী করার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও জেলা পুলিশ সুপার জায়েদুল আলমকে স্মারক লিপি দিয়েছে তারাব পৌরসভার কাউন্সিলর এবং কর্মকর্তাবৃন্দ।

মঙ্গলবার ( ৮ জুন) দুপুরে তারাব পৌর প্রধান নির্বাহী কর্মকতা নজরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিসি এবং এসপি অফিসে এ স্মারক লিপি দেন।
এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌর সভার প্যানেল মেয়র আমির হোসেন, আনোয়ার হোসেন, আক্তার হোসেন, জোসনা বেগম ,লায়লা পারভীন, মাহফুজা বেগম, রাসেল শিকদারসহ অনেকে।

প্রসঙ্গত গত ১ জুন তারাব পৌরসভার গন্ধর্বপুর নামাপাড়া এলাকায় দিন দুপুরে অস্ত্রে শস্ত্রে সজ্জিত ডাকাত প্রবেশ করেছে মর্মে মসজিদে মাইকিং করা হয়। এ সময় গ্রামবাসী ধাওয়া করে সোলায়মানকে জাপটে ধরে গণপিটুণি দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে একটি চক্র কৌশলে রফিকুল ইসলাম মনিরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদেরকে আসামী করেছে । সুষ্ঠু তদন্ত করে সোলায়মান হত্যাকারীদের বিচার দাবি করা হয়েছে । নিরপরাধীদের মামলা থেকে অব্যাহতি দিতে হবে।
জানা গেছে শীর্ষ সন্ত্রাসী সোলায়মান যুবলীগের কোন নেতা বা কর্মী না। একটি চক্র সোলায়মান হত্যা মামলাকে রাজনৈতিক মামলায় রূপ দিতে সোলায়মানকে যুবলীগ কর্মী বানিয়েছে। চক্রটি বর্তমান যুবলীগকে বিতর্কীত করার জন্য একজন যুবলীগ নেতাকে হয়রানি করার জন্য তার নামে মিথ্যা মামলা দিয়েছে। হত্যা, ডাকাতি, চাঁদাবাজি ও ধর্ষণসহ বহু মামলার আসামী সোলায়মান (৩৭) ।