আজ বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিসিকে শুভেচ্ছা জানালো স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়ন

সংবাদচর্চা রিপোর্টঃ

নারায়নগঞ্জে দায়িত্ব গ্রহন করায় নবাগত জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা কমিটি।

রোববার ২৪ই জানুয়ারি দুপুর দেড়টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইদ্রিস মিয়া,  নারায়ণগঞ্জ স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোজাম্মেল হক (হুমায়ুন), সাধারণ সম্পাদক বশির আহম্মেদ, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম মনির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ বিজয়, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, প্রচার সম্পাদক জনি দাস, জেলা কমিটির সদস্য আসাদুজ্জামান, আব্দুস সালাম।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়ন ফতুল্লা থানা কমিটির সভাপতি মো. সেলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, কমিটির সদস্য আমিনুল ইসলাম, জয়নাল আবেদীণ প্রমূখ।