আজ শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ডিম নিরামিষ, জানালেন বিজ্ঞানীরা

সংবাদচর্চা ডেস্ক :প্রতিদিনের খাবারের তালিকায় ডিম থাকে না এমন মানুষ মেলা ভার। তবে আমিষ ভেবে অনেকেই ডিম থেকে দূরে থাকেন। কারণ,ডিম মুরগির শরীর থেকে তৈরি হয়। আর মুরগি জীবন্ত জিনিস। এই যুক্তিতেই একাংশের মত ডিম আমিষ। তবে পালটা যুক্তিও রয়েছে।

তবে বিস্তর গবেষণার বিজ্ঞানীরা  জানাচ্ছেন ডিম মোটেও আমিষ নয়,বরং নিরামিষ।

তাদের যুক্তি,ডিমের ৩টি অংশ। ডিমের খোসা,কুসুম এবং সাদা অংশ। সাদা অংশ শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি। আর কুসুমে রয়েছে প্রোটিন ও কোলেস্টেরল। বাজারে খাওয়ার জন্য যে ডিম বিক্রি হয় তা অনিষিক্ত। তার মধ্যে কোনও ভ্রুণ থাকে না।

তাদের সিদ্ধান্ত, ডিম খেলে যেহেতু জীবহত্যার দায়ে দুষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই ডিম নিরামিষ খাবার।

স্পন্সরেড আর্টিকেলঃ