নিজস্ব প্রতিবেদক:
হঠাৎ করে কোন কিছু আগে ভাগে না জানিয়েই জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয় পরিদর্শন করেছেন নবাগত জেলা পুলিশ সুপার মো: আনিসুর রহমান পিপিএম, বিপিএিম (বার)।
বৃহস্পতিবার সকালে আকষ্মিকভাবে পরিদর্শনে যান তিনি। এসময় উপস্থিত ছিলেন ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এবং সকল ডিবির পরিদর্শকবৃন্দ।
পুলিশ সুপার ডিবি কার্যালয়ে ডিবি পুলিশের উদ্দেশ্যে এক ব্রিফিংয়ে বলেন, বরফকল খেয়াঘাট এলাকায ফেন্টাসী পার্কের সামনে ঘটে যাওয়া সৃষ্ট ঘটনায় পুলিশের ভাবমূর্তী ক্ষুন্ন হয়। তাই আগামী দিনে আরো সতর্কভাবে এবং আইনসংগতভাবে মানুষের সেবায় কাজ করতে হবে। তিনি ডিবির কার্যালয় ঘুরে দেখেন। এসময় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার ডিবির কার্যক্রম সম্পর্কে পুলিশ সুপারকে অবহিত করেন।
এদিকে পুলিশ সুপারের আগমনকে ঘিরে ডিবি অফিস নতুন করে সাজানো হয়। ডিবি অফিসের সামনে ও ভিতরে রাখা আলামতের গাড়ীগুলো সরিয়ে পুলিশ লাইন ও সংশ্লিষ্ট থানায় নিয়ে রাখা হয়েছে।