আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে হবিগঞ্জের ৭ জন

ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হবিগঞ্জে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ। এ পর্যন্ত হবিগঞ্জ জেলায় ৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চত হওয়া গেছে।

ট্রেন দুর্ঘটনায় নিহত হন হবিগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলী মোহাম্মদ ইউসুফ। তার বাসা শহরের আনোয়ারপুর এলাকায় চলছে কান্নার রোল। মা আফতাবুন্নেছা বারবার মূর্ছা যাচ্ছিলেন মাতম করতে করতে।

পারিবারিক সূত্রে জানা যায়, ইউসুফ স্ত্রী ও সন্তানকে আনতে ট্রেনে চট্টগ্রাম যাচ্ছিলেন। বিয়ে করেছিলেন ৪ বছর পূর্বে। ১৪ মাস বয়সের একটি ফুটফুটে মেয়ে রয়েছে তাদের। বৃন্দাবন কলেজ থেকে ব্যবস্থাপনা বিভাগে মাস্টার্স করেছেন ইউসুফ। তাকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
এদিকে, কক্সবাজারে বেড়ানোর উদ্দেশ্যে রওয়ানা হয়ে ট্রেন দুর্ঘটনায় লাশ হয়ে ফিরতে হলো হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রুবেল মিয়াকে। উপজেলার উলুকান্দি গ্রামের তালুকদার বাড়ির ফটিক মিয়ার ছেলে তিনি। স্থানীয় শানখলা মাদ্রাসার দাখিল পড়ুয়া ছাত্র ছিলেন রুবেল। ৫ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো তাকে।

একই দুর্ঘটনায় হবিগঞ্জ শহরতলীর বড় বহুলা গ্রামের আলমগীর আলমের ছেলে ইয়াছিন আলম নিহত হন। এছাড়া বানিয়াচং উপজেলার আল-আমিন ও আদিবা মারা যান। এছাড়াও চুনারুঘাট উপজেলার পীরেরগাওয়ের সুজন ও পিয়ারা বেগম নিহত হয়েছেন বলে জানা গেছে। সব মিলিয়ে হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন বলে নিশ্চত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।