আজ শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

টানবাজার এলাকার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদচর্চা রিপোর্ট

নারায়ণগঞ্জের টানবাজার এলাকায় গত ১২ সেপ্টেম্বর মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব-১১ । অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম ( ১.৫) গাঁজাসহ মাদক ব্যবসায়ী প্রহল্লাদ লাল (৬০) গ্রেফতার করা হয়। সে মৃত শাহাদো লাল’ এর ছেলে।

সোমবার র‌্যাব ১১- এর মিডিয়া অফিসার (আদমজীনগর, নারায়ণগঞ্জ) লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামী প্রহল্লাদ লাল এর বাড়ি নারায়ণগঞ্জ সদর সুইপার কলোনী এলাকায়। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জের টানবাজার ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।