আজ মঙ্গলবার, ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝড় বৃষ্টিতে ভিজে খাদ্য পৌছে দিচ্ছে র‌্যাব-১১

সংবাদচর্চা রিপোর্ট

করোনা দুর্যোগ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‌্যাব -১১। রাতের আধারে এবং ঝড় বৃষ্টিতে ভিজে র‌্যাব সদস্য খেটে খাওয়া অসহায় মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছে। শুক্রবার  মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমামদের কাছে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছে র‌্যাব-১১ । সিদ্ধিরগঞ্জের সর্ববৃহৎ মক্কীনগর মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা ও খানকায়ে জামে মসজিদে এ ত্রাণ পৌঁছে দেয় র‌্যাব সদস্যরা।  এসময় উপস্থিত ছিলেন  র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন। এরআগে আদমজী  ইপিজেড এলাকায় অসহায় দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে র‌্যাব।  এসময় র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন বলেন, দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকা আমাদের কর্তব্য।  ঝুঁকি জেনেও আমরা পিছ পা হচ্ছিনা। আমাদের প্রত্যেক সদস্য অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি  করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার এবং সামাজিক দূরত্ব মেনে চলার অনুরোধ জানান।

প্রসঙ্গত করোনাভাইরাসে নারায়ণগঞ্জ বিপর্যস্ত হয়েছে। থেমে গেছে অর্থনীতির চাকা। বন্ধ রয়েছে সরকারী বেসরকারী সব প্রতিষ্ঠান। শেষ খবর পাওয়া পর্যন্ত জেলা ৫৮৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যুবরণ করেছে ৩৭ জন।